রবিবার ১৯ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
রবিবার ১৯ জানুয়ারি ২০২৫
কেসিসির সাবেক মেয়রের স্মরণ সভা ও দোয়া মাহফিল
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ৮:২৯ PM
খুলনা সিটি কর্পোরেশন কেসিসি এর সাবেক মেয়র তৈবুর রহমান এর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগরীর ইউনাইটেড ক্লাবে আজ বুধবার বিকালে স্মরণ সভা  সভা ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়। 

উল্লেখ্য, শেখ তৈয়েবুর রহমান ১৯৯১ সালের ২২ মে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। পরবর্তীতে তিনি ১৯৯৪ ও ২০০২ সালে অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন এবং ২০০৭ সালের ১৯ নভেম্বর পর্যন্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৮ সালে তিনি খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক এবং ১৯৮৮ সালে নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 

এছাড়া তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত হিসেবে আফ্রিকা মহাদেশের সেনেগাল সহ মালি, মৌরতানিয়া, আইভরীকোষ্ট, সিয়েরালিয়ন, গিনি কোনাক্রী এবং গাম্বিয়ায় দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ১ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।

স্মরণ সভায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তৃতা করেন এ্যাড. শেখ তৈয়েবুর রহমান পাবলিক লাইব্রেরী পরিচালনা কমিটির সভাপতি এ্যাড. শেখ মো: আব্দুল মালেক, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ্জামান, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, মরহুমের পুত্র আর্কিটেক্ট আশিক ইকবাল, কেসিসি’র জনসংযোগ কর্মকর্তা মো: আব্দুল মাজেদ মোল্যা, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, প্রধান কর নির্ধারক শেখ হাফিজুর রহমান, মরহুম শেখ তৈয়েবুর রহমান-এর মৃত্যুবার্ষিকী পালন কমিটির আহবায়ক সরদার আবু তাহের, সদস্য সচিব মো: নাজমুল হক মুকুল, স্টোর সুপার উজ্জ্বল কুমার সাহা ও নয়াবাটি হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ জাহিদুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন কেসিসি’র সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিম ও লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন কেসিসি’র চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, রাজস্ব কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান, সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এস এম আব্দুল ওয়াদুদ, কঞ্জারভেন্সী অফিসার মো: অহিদুজ্জামান খান, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, বাজার সুপার শেখ শফিকুল হাসান দিদার, নিরাপত্তা সুপার মো: আলমগীর হোসেন, উপসহকারী প্রকৌশলী মো: সেলিমুল আজাদ, ডেপুটি কালেক্টর অব ট্যাক্সেস কাজী ইমরুল হাসান টিটো, খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রোজিনা আক্তার সহ গণমাধ্যম কর্মী ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ স্মরণ সভায় উপস্থিত ছিলেন। মরহুমের রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মো: হাবিবুল্লাহ। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত