বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে বুধবার আলতাফুনেচ্ছার খেলার মাঠে জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজন হয় এক বিশাল সমাবেশ।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকারের সভাপতিত্ব ও সাধারন সম্পাদক এম আর হাসান পলাশের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সভাপতি আলহাজ্ব রেজাউল করিম বাদশা। এরপর বর্ণনাঢ্য এক র্যালি বগুড়া শহর প্রদক্ষিণ করে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইতিহাস ৪৬ বছরের ঐতিহ্য, সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস। এটি শুধু একটি ছাত্রসংগঠন নয়, বরং বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে এক বলিষ্ঠ নাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রতিষ্ঠিত এই সংগঠন ছাত্রসমাজের অধিকার আদায় এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা পালন করে আসছে। বিগত সময়ের মতো আগামীতেও ছাত্রদল দেশের প্রয়োজনে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখবে। অতীত ঐতিহ্য নিয়ে সকল চ্যালেঞ্জকে মোকাবেলা করে বিএনপিকে সামনে এগিয়ে নিয়ে যাবে এটিই হোক ছাত্রদলের অঙ্গীকার।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক পৌর মেয়র এ্যাড. একেএম মাহবুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, ভিপি সাইফুল ইসলাম, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি আহসানুল তৈয়ব জাকিরসহ আরও অনেকে।