মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
রাজধানীর দারুস সালামে দিনমজুরকে পিটিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ২:৫০ PM
রাজধানীর দারুস সালাম থানার গাবতলীর দ্বীপ নগর এলাকায় পূর্ব শত্রুতার জেরে মুকুল শেখ (৩৭) নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

গত রাত সাড়ে ১১টর দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মুকুল সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সেনা চাপরি গ্রামের মৃত দুলাল শেখের ছেলে। বর্তমানে গাবতলীর দ্বীপ নগর এলাকায় থাকতেন।

মুকুলের ছোট ভাই রব্বানী শেখ জানান, আমরা দুই ভাই গাবতলীর ওই এলাকায় বালু-সিমেন্টের বহনের কাজ করি। রাতে কাজ শেষ করে দুই ভাই হেঁটে বাসায় ফিরছিলাম। তখন হুট করে ১০ থেকে ১২ জন আমাদের ওপর হামলা করে। অন্ধকারে এলোপাথাড়ি পিটাতে থাকে। প্রাণ বাঁচাতে রব্বানী সেখান থেকে দৌড়ে পালিয়ে যান। তবে একা পেয়ে মুকুলকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে ফেলে রেখে তারা পালিয়ে যায়। পরে গুরুতর আহত মুকুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, আমাদের দেশের বাড়িতে জায়গার সম্পত্তির নিয়ে এলাকার কামরুল, লালু, আনোয়ার,, জাহাঙ্গীর লোকমান, ইয়াসিন, হালিম, ওয়াজেদ ফকিরের সঙ্গে ঝামেলা চলছিল। আজ তারাসহ আরো ১০/১২ জন লোক মিলে আমার ভাইয়ের ওপর হামলা করে আমার ভাইকে পিটিয়ে হত্যা করেছে। আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই যুবকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত