সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
ছাত্রদের ক্লাসে ফিরে যেতে বললেন বিএনপি নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ৫:০৫ PM
লেখাপড়া না করে দেশ শাসন করতে গেলে আওয়ামী লীগ যে ভুল করেছে আবার সেই ধরনের ভুল করার আশঙ্কা থেকে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান।

নরসিংদীর পলাশে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদের উদ্দেশ্যে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ছাত্ররা ক্লাসে ফিরে যাও, লেখাপড়া না করলে সুনাগরিক হতে পারবে না। তোমাদের জন্য আগামী ভবিষ্যৎ ও আগামীর পৃথিবী উন্মুক্ত হয়ে আছে।

পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলিনিয়াম বিশ্ববিদ্যালয়ের চেয়ারপার্সন বোর্ড অব ট্রাস্টি এডভোকেট রোকসানা খন্দকার। এর আগে বিকেল ৩ টায় পলাশ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ থেকে পলাশ উপজেলা ছাত্রদল বিশাল এক র‌্যালি বের করা হয়। পরে র‌্যালিটি পলাশ কো-অপারেটিভ মোড়ে গিয়ে শেষ হয়। 

এ সময় পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত