রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
খাগড়াছড়িতে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ৫:৩০ PM
খাগড়াছড়িতে সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে খাগড়াছড়ির আলুটিলা ২০ নং নামক এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

পুলিশ সুত্র জানায়, সকালে আলুটিলা ২০ নং এলাকায় খাগড়াছড়িগামী সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় মাটিরাঙ্গাগামী মোটরসাইকেলের চালক মো. ফিরোজ নিহত হন, সে বান্দরবান জেলার লামা উপজেলার সিলাছড়ির ৩নং ফাইসাখালী এলাকার মো. কামাল এর ছেলে। এ ঘটনায় চালক নিহত ও আরোহী মো. রাকিব কাজী আহতাবস্থায় খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। সে গোপালগঞ্জ চকল পুর গ্রামের ওয়াহাব কাজীর ছেলে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. দীপা ত্রিপুরা শুক্লা জানান, সড়ক দুঘর্টনায় একজন চিকিৎসাধীন রয়েছে। সে অনেকটাই আশংকামুক্ত বলে মনে করা হচ্ছে। 

এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, সকালে খাগড়াছড়ির আলুটিলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত, আরোহী আহত হওয়ার বিষয়ে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত