শনিবার ১৮ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
টঙ্গীতে ছিনতাইকারীদের হামলায় পুলিশ সদস্য আহত
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ৭:০৬ PM
গাজীপুরে টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মোশারফ হোসেন নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। 

পুলিশ জানায়, ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর সবুজবাগের বাসা থেকে পিকআপে করে বাসার মালপত্র নিয়ে টাঙ্গাইল যাওয়ার সময় চার থেকে পাঁচজন ছিনতাইকারী পাথর ছুঁড়ে পিকআপের গতিরোধ করে। পরে ছিনতাইকারীরা পায়ের বামপাশে ছুরিকাঘাত করে পুলিশ সদস্য মোশারফের কাছে থাকা নগদ ২৫ হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়।

আহত পুলিশ কনস্টেবল মোশারফের সম্প্রতি বদলি হয়েছেন। এ কারণে বাসার মালপত্র নিয়ে তিনি ঢাকা থেকে টাঙ্গাইলের ধনবাড়ী থানায় তাঁর নতুন কর্মস্থলে যাচ্ছিলেন। জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডের তাঁর চিকিৎসা চলছে। 

ঢামেক হাসপাতাল ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. ফারুক সাংবাদিকদের জানান, ছিনতাইয়ের তথ্যগুলো সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দর হাবীবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আমরা শুনেছি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত