মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
লামায় ৩ দিন পর নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ৭:১৪ PM
বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নামার ৩ দিন পর ৮ম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত স্কুলছাত্রীর নাম অর্পা সুশীল (১৪)।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে লামা পৌরসভা সংলগ্ন মিশন গেট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। নিহত অর্পিতা পৌরসভা এলাকার মিশন গেট পাড়ার বাসিন্দা স্বপন সুশীলের মেয়ে। সে বিলছড়ি হেব্রন খ্রিস্টান বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার (৩০ ডিসেম্বর) সকালে অর্পিতা সুশীলসহ চার বান্ধবী নদীর মিশন ঘাটে গোসল করতে নামেন। এ সময় তিন বান্ধবী গোসল শেষে ওপরে উঠলেও অর্পিতা আর উঠেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, আত্মীয়-স্বজন এবং স্থানীয়রা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ স্কুলছাত্রী অর্পার কোনো সন্ধান পায়নি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে মাতামুহুরী নদীর মিশন ঘাটে উদ্ধার অভিযানকৃত জায়গায় নিখোঁজ অর্পা সুশীলের মরদেহ ভেসে ওঠে।পরে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।

লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. আব্দুল্লাহ্  নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে স্থানীয় জনসাধারণসহ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত