রাঙ্গামাটির লংগদু উপজেলার জঙ্গল থেকে গুলিবিদ্ধ একটি মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার কিচিং ছড়া নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে লংগদু থানা পুলিশ।
এদিকে, স্থানীয়রা নিহত ব্যক্তিকে ‘আঞ্চলিক রাজনৈতিক দলের কর্মী’ হিসেবে বললেও পার্বত্য চট্টগ্রামের কোনো রাজনৈতিক দলই নিহত ব্যক্তিকে কর্মী বলে নিশ্চিত করেনি।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলা সদরের কিচিং ছড়া নামক এলাকা থেকে একটি গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছি। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
নিরাপত্তা বাহিনীর সুত্রে জানা গেছে, প্রসিত বিকাশের নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ একটি দল অবস্থান করছে এমন সুনির্দিষ্ট তথ্যে ঘটনাস্থলে নিরাপত্তাবাহিনীর একটি টহল দল গেলে তাদের উপর গুলিবর্ষণ শুরু করে ইউপিডিএফ'র সদস্যরা। এসময় আত্মরক্ষার্থে টহলরত সেনাবাহিনীর সদস্যরা পাল্টা গুলি ছুড়লে উভয়পক্ষ বন্দুকযুদ্ধে লিপ্ত হয়।
এসময় ইউপিডিএফ এর এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়। ঘটনাস্থল থেকে সামরিক পোশাকসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে বলে একটি সূত্র জানিয়েছে।
রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি পদে পদোন্নতি প্রাপ্ত) মারূফ আহামেদ জানিয়েছেন, আমাদের লংগদু থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। ফিরে আাসলে বিস্তারিত জানা যাবে।