সোমবার ২০ জানুয়ারি ২০২৫ ৭ মাঘ ১৪৩১
সোমবার ২০ জানুয়ারি ২০২৫
বগুড়ায় সপ্তাহব্যাপী এসএমই মেলার উদ্বোধন হচ্ছে শনিবার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ৭:৩৫ PM
বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় বিভাগীয় এসএমই পণ্যমেলা, ২০২৫ বগুড়ায় অনুষ্ঠিত হবে। আগামী জানুয়ারি ৪ থেকে ১০ তারিখ  পর্যন্ত সাত দিন ব্যাপী এ মেলা চলবে। 

বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। শনিবার বিকাল ৩.৩০ টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ প্রাঙ্গণে বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় বিভাগীয় এসএমই পণ্যমেলা, ২০২৫ বগুড়া এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে হোসনা আফরোজা, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বগুড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম, উপপরিচালক, স্থানীয় সরকার, বগুড়া।

মাসুম আলী বেগ, এসএমই ফাউন্ডেশন, ঢাকারমউপমহাব্যবস্থাপক আব্দুস সালাম সরদার। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বগুড়া মোঃ মেজবাউল করিম। প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, বিভাগীয় এসএমই পণ্যমেলা, ২০২৫- বগুড়া এ মোট ৭০টি স্টল থাকবে। বিভাগীয় এসএমই পণ্যমেলা, ২০২৫- বগুড়ায় জাতীয় শিল্পনীতি ২০১৬ অনুযায়ী কৃষি/খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারী শিল্প, আইসিটি/সফটওয়ার শিল্প, চামড়া ও চামড়াজাত পণ্য শিল্প, লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প, পাট ও পাটজাত শিল্প, হস্ত ও কারুশিল্প, জুয়েলারী (কৃত্রিম), খেলনা এবং আগর শিল্পের সাথে সম্পৃক্ত এসএমই প্রতিষ্ঠানসমূহকে মেলায় অংশগ্রহণ করবে। উল্লেখ্য যে, প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

এসএমই ফাউন্ডেশন অতিক্ষুদূর (মাইক্রো), ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিক্রয়, প্রচার ও প্রসারসহ দেশ-বিদেশের ক্রেতাদের সাথে যোগাযোগ ও সংযোগস্থাপনে সহায়তা প্রদানের লক্ষ্যে প্রতিবছর বিভাগীয় 'এসএমই পণ্যমেলা' আয়োজনে করে। এই মেলা আয়োজনের উদ্দেশ্য হলো ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা কর্তৃক উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং বাজার সম্প্রসারণ;

এস এম ই উদ্যোক্তাদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, যোগাযোগ এবং সেতুবন্ধন তৈরিতে সহায়তা; এস এম ই উদ্যোক্তা এবং ভোক্তাদের মাঝে পারস্পরিক সংযোগ স্থাপন; পণ্য উৎপাদন ও সেবা সৃষ্টির ক্ষেত্রে ভোক্তাসহ বিভিন্ন মহলের সৃজনশীল মতামত ও পরামর্শ গ্রহণ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত