মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
সীতাকুণ্ডে বিএনপি নেতার পায়ের রগ কেটে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ৪:৩৯ PM
সীতাকুণ্ডের এক শ্রমিক দল নেতাকে রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম মীর আরমান হোসাইন। তিনি সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ছিলেন।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়নের জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছিন্নমূল এলাকায় একটি চায়ের দোকানে বসেছিলেন আরমান হোসাইন। এ সময় তাঁর মোবাইল ফোনে একটি কল আসলে তিনি সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর তিনি পাশ থেকে বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে থাকেন। 

পরে স্থানীয়রা গিয়ে দেখেন, আরমানের পায়ের রগ কাটা ও শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন। দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ সোহেল রানা বলেন, জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় আরমান হোসাইন নামে এক যুবক নিহত হয়েছেন। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করে বের করা হবে।

যুবদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. নয়ন বলেন, মীর আরমানকে কে বা কারা খুন করেছে তা এখনও জানা যায়নি। তিনি দোকানে বসে চা পান করছিলেন। কে বা কারা তাঁকে কল করে নিয়ে যায়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত