মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
রাজবাড়ীতে আলোচিত তানভীর হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ৬:২৯ PM
রাজবাড়ী পৌরসভার বিনোদপুর ৩ নম্বর ওয়ার্ডের বাবর আলী শেখের ছেলে তানভীর শেখ (২৩) কে কুপিয়ে হত্যা’র ঘটনায় এজাহার নামীয় ১ নং আাসামী মো: সবুজ বেপারী(২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ । 

গ্রেপ্তার সবুজ বেপারী রাজবাড়ী শহরের বিনোদপুরের শহিদ বেপারীর ছেলে । রাজবাড়ী সদর থানা পুলিশ ও চরভদ্রাসন থানা পুলিশের সহায়তায় ফরিদপুর জেলার চরভদ্রাসন থানা এলাকাধীন হরিরামপুর পদ্মার চর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব ২জানুয়ারি ( বৃহস্পতিবার) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ১২ই অক্টোবর রাত সারে ৮টার দিকে তানভীর শেখ ২-৩ জন বন্ধুর সাথে বাড়ীর পাশে মুন্নুর দোকানে যায় । দোকান থেকে বাড়ী ফেরার সময় আগে থেকে ওৎ পেতে থাকা এজাহারভুক্ত ১ নং আসামী সবুজ ও ২ নং আসামী জিসান ও অজ্ঞাতনামা কয়েকজন আসামীদের সহযোগিতায় ধারালো ছুরি দিয়ে অতর্কিত হামলা চালায় ,শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরে রাজবাড়ী সদর হাঁসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

এ ঘটনায় পর দিন ১৩ই নভেম্বর রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। মামলা নং-১৯।

এ ঘটনায় এর আগে ১৩ই নভেম্বর এজাহার নামীয় ৪নং আসামী বিনোদপুরের নজরুল ইসলামের ছেলে কাজল (২১) কে বিনোদপুর এলাকা থেকে ও এজাহারভুক্ত ৮নং আসামী নতুনবাজার এলাকার সামাদ শেখের ছেলে রহিম শেখ (৩০) কে বড়পুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।    '

পরবর্তীতে এজাহারভুক্ত ২নং আসামী মোঃ জাহিদুল ইসলাম জিসান (২১) কে ১৭ই নভেম্বর রাত ১১টার দিকে ঢাকা কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে । সে হত্যার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার দেখানো মতে রাজবাড়ীর মিজানপুরিউনিয়নের সোনাকান্দর কবরস্থানের পাশে থেকে হত্যার কাজে ব্যাবহৃত একটি স্টিলের সুইচ গিয়ার চাকু ও লোহার চাপাতি উদ্ধার করা হয়েছে।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত