আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অনেক উন্নতি ঘটেছে বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি দেশ পরিচালনায় গত পাঁচ মাসে অন্তর্বর্তী সরকার ৯০ শতাংশ সফল বলেও উল্লেখ করেছেন।
রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের পাঁচ মাসের পরিচালনায় দেশের সার্বিক পরিস্থিতির মূল্যায়ন জানতে চাইলে শফিকুল আলম বলেন, আমরা দেশের অশান্ত সময়টা পার করেছি। এখন দেশ অনেকটাই স্থিতিশীল, আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অনেক উন্নতি ঘটেছে। অর্থনীতির চাকা সচল হয়েছে। আমলাতন্ত্রেও আমরা স্থিতিশীল অবস্থা ফিরিয়ে এনেছি, যদিও কিছু কিছু জায়গায় এখনও উত্তেজনা চলছে। সব মিলিয়ে দেশ পরিচালনায় গত পাঁচ মাসে অন্তর্বর্তী সরকারকে আমি একশোর মধ্যে ৯০ ভাগ সফল বলে মনে করি।
তিনি বলেন, আমরা একটা ভঙ্গুর অর্থনীতির দেশ পেয়েছি, ভঙ্গুর অনেক প্রতিষ্ঠান পেয়েছি, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা বলতে কিছুই ছিল না শুরুতে। অনেক পুলিশ সদস্যই দায়িত্বে ছিলেন না। এমন একটা সংকট উত্তরণ করে দেশ এই অবস্থায় আসতে পারবে—শুরুতে আমরা ভাবিনি। ব্যাপারটা এমন যে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে খুব খারাপ আবহাওয়ায় মধ্যে বড় একটা উড়োজাহাজের পাইলটের সিটে বসিয়ে দেওয়া হলো আর ওনাকে বলা হলো, আপনি উড়োজাহাজটার সফল অবতরণ করাবেন। আর উনি সেটা করেছেন।
প্রেস সচিব বলেন, আপনি যদি রিজার্ভের কথা বলেন এটা কিন্তু দ্রুত বাড়ছে। অর্থনীতির দিকে তাকান, যে খারাপ সময়ের মধ্যে আমরা গিয়েছিলাম, তার উন্নতি ঘটেছে। গত তিন-চার মাসের রপ্তানির দিকে লক্ষ্য করুন, এটা খুব গতিশীল। সেপ্টেম্বরে ৭ শতাংশ, অক্টোবরে ২১ শতাংশ, নভেম্বরে এসে ১৬ শতাংশ রপ্তানি বেশি হয়েছে। আমরা আশা করছি, ডিসেম্বরের শেষে একটা ভালো প্রবৃদ্ধি হবে। আর আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, সেখানে দেখা যাচ্ছে গত বছরের মতোই পরিস্থিতি বিরাজ করছে এখন।
আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি সন্তোষজনক কি না প্রশ্নে প্রেস সচিব বলেন, এ বিষয়ে সন্তুষ্ট হওয়া যায় না। কারণ, আমরা তো চাই অপরাধ আরও কম হোক।
রাজনৈতিক দলগুলোর দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে নির্বাচন হতে পারে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই সময়ের মধ্যে নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে পারবে সরকার? এক-দেড় বছরের মধ্যে সব গোছানো সম্ভব?
জবাবে শফিকুল আলম বলেন, এটা নির্ভর করছে সরকার ও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার ওপর। বিষয়টি রাজনৈতিক দলগুলোর ওপর অনেকাংশে নির্ভর করছে। কারণ, সবাই মিলে একটা ঐকমত্যে পৌঁছানোর বিষয় আছে এখানে।