রবিবার ১৯ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
রবিবার ১৯ জানুয়ারি ২০২৫
আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় জামায়াতের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫, ৬:১৭ PM
জয়দেবপুরে এক আওয়ামী লীগ নেতাকে আটক করার পর থানায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন জামায়াতের ইসলামীর নেতাকর্মীরা। শুক্রবার রাত ৮টার পর গাজীপুরের জয়দেবপুর থানা চত্বরে নেতাকর্মীরা এ বিক্ষোভ করেন বলে জানিয়েছেন জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম

গ্রেপ্তার শফিকুল সিকদার গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিকেবাড়ী এলাকার মৃত নুরুল হকের ছেলে। তিনি ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

ওসি আব্দুল হালিম বলেন, এ থানার একটি মামলার তদন্তে জড়িত থাকার তথ্য পাওয়ায় আওয়ামী লীগের নেতা শফিকুল সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

“আটকের পর তাকে থানায় আনা হলে শুক্রবার সন্ধ্যার পর গাজীপুর সদর উপজেলার জামায়াতের কিছু নেতা-কর্মী তাকে নিজেদের কর্মী দাবি করে মুক্তির জন্য থানায় জড়ো হতে থাকে এবং থানা এলাকায় বিক্ষোভ মিছিল করেন।”

নাম না প্রকাশের শর্তে স্থানীয় আওয়ামী লীগের এক নেতা বলেন, ২০২৩ সালের ৮ সেপ্টেম্বর গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ও তিন যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরিত ও অনুমোদিত মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিতে ২৩ নম্বর ক্রমিকে সাংগঠনিক সম্পাদক হিসেবে শফিকুল সিকদারের নাম রয়েছে।

এ বিষয়ে গাজীপুর জেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, “শফিকুল সিকদার ২০১৮ সালের আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০১৮ সালের পর তিনি আওয়ামী লীগ ছেড়ে জামায়াতের ফরম পূরণ করে আমাদের রাজনীতিতে যুক্ত হয়েছেন।”
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত