রবিবার ১৯ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
রবিবার ১৯ জানুয়ারি ২০২৫
ঐতিহাসিক নিদর্শন শ্রীমঙ্গলের ‘এয়ার স্ট্রিপ’
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫, ৭:০৬ PM
ঐতিহাসিক নিদর্শন হয়ে এখনও রয়ে গেছে  শ্রীমঙ্গলের ‘এয়ার স্ট্রিপ’। এই এয়ার স্ট্রিপটি হলো একটি সরল ও অপেক্ষাকৃত ছোট রানওয়ে বা অবতরন পথ যেখানে বিমান ওঠা-নামা করতে পারে। এটি মাটির তৈরী ছোট রানওয়ে যেখানে ছোট ছোট বিমান ওঠা-নামা করতো। এই এয়ার স্ট্রিপটি ছোট বিমান বন্দর হিসেবে ব্যবহৃত হতো। 

শ্রীমঙ্গলে অবস্থিত ফিনলে চা কোম্পানির এয়ার স্ট্রিপটি ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ফিনলে চা কোম্পানির  ফুসকুড়ি চা বাগানে অবস্থিত। এয়ার স্ট্রিপটির চারদিকে চা বাগান বেষ্টিত দৃষ্টিনন্দন এক মনোরম পরিবেশে অবস্থিত। শ্রীমঙ্গল শহর থেকে রাজঘাটের পথে প্রায় ১০ কিলোমিটার দূরে এর অবস্থান। নান্দনিক সৌন্দর্যময় এয়ার স্ট্রিপটির সামনে দিয়ে একটি পীচ ঢালা পথ প্রবাহমান। এয়ার স্ট্রিপটি মাটির তৈরী যার দৈর্ঘ্য ২ হাজার ফুট। 

ফিনলে চা কোম্পানি সূত্র জানায়, ব্রিটিশ আমলে ফিনলে চা কোম্পানি সিলেট অঞ্চলে চা শিল্পের বিকাশে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। তৎকালীন সময়ে ব্রিটিশ মালিকানাধীন চা বাগানের কর্তাদের এখানে যাতায়াত ছিল দুরুহ। এয়ার স্ট্রিপটি মূলত জেমস ফিনলের বড় বড় কর্তা-ব্যক্তি ও সাহেবরা ছোট বিমানে এখানে আসতেন এবং এই রানওয়েতে অবতরন করতেন বলে জানা যায়। ব্রিটিশ শাসনামলে চা শিল্পের দ্রুত সম্প্রসারনের কারনে সিলেট অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অপরিহার্য হয়ে ওঠে। এয়ার স্ট্রিপটি সেই সময়ে চা বাগানের মালিকদের জন্য দ্রুত যাতায়াতের একটি গুরুত্বপূর্ন মাধ্যম ছিল। এটি শ্রীমঙ্গলের চা শিল্পের ইতিহাসের একটি গুরুত্বপূর্ন অংশ হিসেবে বিবেচিত হয়। 

এয়ার স্ট্রিপটি এখন জেমস ফিনলে চা কোম্পানি রক্ষনাবেক্ষন করছে। এয়ার স্ট্রিপটির সামনে নামফলক থেকে দেখা যায় এটি ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি এখন সংরক্ষিত এলাকা। 

বর্তমানে এয়ার স্ট্রিপটি ব্যবহৃত হয় না এবং এটি ঐতিহাসিক নিদর্শন হিসেবে রয়ে গেছে। শ্রীমঙ্গল ভ্রমনে আগ্রহী পর্যটকরা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এই স্থাপনাটি ঘুরে দেখতে পারেন এবং চা শিল্পের  সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে জানতে পারেন। 







« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত