রবিবার ১৯ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
রবিবার ১৯ জানুয়ারি ২০২৫
তাহিরপুরে ভোক্তা অধিকার বাস্তবায়নে আলোচনা সভা
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫, ৭:৩৭ PM
সুনামগঞ্জের তাহিরপুরে ভোক্তা অধিকার বাস্তবায়নের লক্ষ্যে ব্যাবসায়ী ও ভোক্তাদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার বাদাঘাটবাজারে 'কনজিউমার রাইস বাংলাদেশ' এর তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে সংগঠনের উপজেলা সভাপতি দৈনিক সংগ্রাম প্রতিনিধি এডভোকেট মহসিন রেজা মানিক এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক দৈনিক এই বাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল মান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক রুকন উদ্দিন।
 
স্বাগত বক্তব্য রাখেন 'কনজিউমার রাইস বাংলাদেশ' এর উপজেলা সেক্রেটারি আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাদাঘাট বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী সেলিম হায়দার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, অর্থ সম্পাদক ইসলাম উদ্দিন, সহসভাপতি শাহলম, প্রচার সম্পাদক আবুল কালাম আযাদ প্রমুখ। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আল্লাহ ব্যাবসাকে করেছেন হালাল ও খাদ্যে ভেজালকে হারাম করেছেন। তিনি তার বক্তব্যে হালাল পন্থায় ব্যাবসা বানিজ্যে করার জন্য ব্যাবসায়ীদের প্রতি আহবান জানান।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত