রবিবার ১৯ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
রবিবার ১৯ জানুয়ারি ২০২৫
কক্সবাজারে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫, ৭:৫০ PM
কক্সবাজার শহরের মাঝিরঘাট এলাকা থেকে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে স্থানীয় শামসুল আলম লাশ দেখে ৯৯৯ ফোন করেন। ওই ফোনের সূত্র ধরে কক্সবাজার সদর থানার একটি টিম শহরের টেকপাড়া মাঝিরঘাট জামে মসজিদের পূর্বে রাস্তার পাশে অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার করেন।

শনিবার (৪  জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার সদর থানার এসআই সাইফুল ইসলাম জানান, ডিউটি এসআই সাগর দে ও এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোট  তৈরী করেন। মৃতের লাশ আইনগত পদক্ষেপ গ্রহণ করার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

এদিকে, সিআইডি, কক্সবাজার এর সহায়তায়  ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে মৃত অজ্ঞাতনামা বোবা মহিলা নাম মোছাঃ ফাতেমা,  তার পিতা-দেলু মন্ডল, মাতা-পরাধ, সাং-ঠাকুর লক্ষীকোল, ইউপি-পাটুল, ওয়ার্ড নং-১, থানা-নলডাঙ্গা, জেলা-নাটোর, রাজশাহী বলে জানা যায়।

স্থানীয়রা জানান, অজ্ঞাতনামা মহিলা টেকপাড়া মাঝিরঘাট জামে মসজিদের পাশে প্রায় ২ সপ্তাহ ধরে অবস্থান করছিলেন। তিনি বোবা এবং শারীরিকভাবে অসুস্থ ছিলেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত