শনিবার ১৮ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
হামলার পর ‘ভুল করে’ ছাত্রদলের নাম বলেছেন ফারুক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫, ৮:২৫ PM
গণঅধিকার পরিষদের একাংশের (জিওপি) দলীয় মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার (০৪ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে তার ওপর এ হামলা হয়।

ঘটনায় তাৎক্ষণিকভাবে এক ভিডিও বার্তায় ফারুক হাসান ঘটনায় জড়িতদের বিষয়ে অভিযোগ জানাতে গিয়ে ভুল করে ছাত্রদলের নাম উল্লেখ করেন। পরে অবশ্য তিনি ওই ভিডিওটা সরিয়ে নেন।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান জানান, অন্তর্বর্তী সরকারের সমালোচনা করায় ফারুকের ওপর হামলা করেছেন জাতীয় বিপ্লবী পরিষদের নেতারা।

রাশেদ খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সম্মান জানাতে এবং নতুন সংবিধান গঠনের জন্য শহীদ মিনারে অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় বিপ্লবী পরিষদ। অনুষ্ঠানে অতিথি ছিলেন- গণঅধিকার পরিষদ নেতা ফারুক হাসান। সেখানে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিষয়ে সমালোচনা করেন ফারুক। এ সময় শহীদ মিনারেই ফারুকের ওপর হামলা হয়।

রাশেদ বলেন, অনুষ্ঠানে উপস্থিত ১০-১৫ জন ফারুক হাসানের ওপর হামলা করেছে। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করার কারণেই এ হামলা চালানো হয়। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করার কথা জানান তিনি।

তিনি আরও বলেন, দুই ঘণ্টার মধ্যে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে হবে। পুলিশ যদি হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে আমরা কঠোর ব্যবস্থা নেব।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত