শনিবার ১৮ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
নতুন বছর নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা
মোছা. জান্নাতী বেগম, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশ: রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫, ৬:১৪ PM
অতীতের সব ব্যর্থতা, হতাশাকে মুছে দিতেই যেনো নতুন বছরের আগমন হয়। নতুন সব পরিকল্পনা নিয়ে নতুনভাবে পথচলা এ যেনো এক অন্যরকম অনুভূতি। নতুন বছরটা নতুন উদ্যোমে কাজ শুরু করে সবাই। নতুন বছরের ভাবনা নিয়ে কথা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে।  

নতুন বছরের প্রভাত উদিত সূর্যের মতোই আলোকিত হোক
পুরনো বছরের সমস্ত ভুল-ভ্রান্তি ঝেড়ে ফেলে আমরা যেন নবীনতার শিখরে পৌঁছাই। ২০২৫ হোক প্রগতি, শান্তি এবং দেশাত্মবোধের দীপ্ত প্রতীক। তারুণ্যের অমিত শক্তিতে বিশ্ব যেন অন্ধকার থেকে আলোর পথে যাত্রা করে। নারী-পুরুষ বৈষম্যের বিষবৃক্ষ উপড়ে ফেলে সমতার বাগান রোপিত হোক। দারিদ্র্যের কালো মেঘ সরিয়ে সবার ঘরে সুখের আলো প্রবাহিত হোক।

সকলের মিলিত প্রয়াসে যেন এক নতুন বাংলাদেশ সৃষ্টি হয় একতার মালায় গাঁথা। সুখী-সমৃদ্ধ সমাজ গড়ে তুলে আমরা যেন মানবতার দীপশিখা উজ্জ্বল রাখতে পারি।

সাদিয়া আফরিন সেলভী 
এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
সেশন: ২০২০-২১

জবাবদিহিমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রত্যাশা করছি
২০২৫ এ ক্যালেন্ডারের নতুন পাতায় চোখ রেখে নতুন বছরের নব স্বপ্ন নিয়ে আপন ভাবনার জাল বুনছি। ২০২৪ এ জুলাই  গণঅভ্যুত্থানের স্মৃতির রোমন্থনে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার এবং সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, জবাবদিহিমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রত্যাশা করছি। শৈল্পিক ও বিপ্লবী সত্তার আহ্বানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আমার এ যাত্রায় নিজ পরিশ্রম ও মেধায় নিজেকে আর সমৃদ্ধ করতে চাই।" মেধাই আমার পরিচয়"  এ স্লোগানের প্রতিফলিত রুপে নিজেকে আবিষ্কার করতে চাই।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে নতুন বছরে শিক্ষাবান্ধব ক্যাম্পাসের আশা রাখি। পারস্পরিক সহযোগিতাপূর্ণ মনোভাবে সৃজনশীল, জ্ঞানভিত্তিক, শান্তিময়, সমৃদ্ধ  দেশ গঠনে সকলে একই পথে এগিয়ে যাবো এই হোক নতুন বছরের সংকল্প।

ইসরাত জাহান রিংকি 
ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ
সেশন ২০২৩-২৪

দেশ ও দেশের মানুষের শান্তি, সম্প্রীতি,  সমৃদ্ধি, ও উন্নতি প্রত্যাশা করছি
অনেক চড়াই উৎরাই অনেক কিছু পেরিয়ে ২০২৪ শেষে ২০২৫ সালে আমরা পদার্পণ করলাম। নতুন বছর, নতুন ভাবনা, সব কিছুতেই আমাদের নতুন কিছুর প্রত্যাশা।

একটি বিষয় দুঃখজনক হলেও সত্য, বিগত বছরগুলোতে আমাদের শিক্ষা ব্যবস্থার কোন উন্নতিই সাধন হয়নি। শিক্ষা ব্যবস্থার উন্নতি ছাড়া কোন জাতির উন্নতি আদৌ সম্ভব নয়।

২০২৫ সালে দাঁড়িয়ে একজন শিক্ষার্থী হিসেবে আমার প্রত্যাশা থাকবে বর্তমান বিশ্বের সাথে খাপ খাইয়ে পঞ্চম শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার মতো একটি শিক্ষা ব্যবস্থা প্রণয়ন যেখানে শিক্ষার বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীদেরকে প্রয়োজন মাফিক স্কিল ডেভেলপমেন্ট ও হাতে কলমে শিক্ষা প্রদানের মাধ্যমে  পরবর্তী যুগপোযোগী জ্ঞানী ও দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলা হবে যারা আগামীতে দেশ ও দশের নেতৃত্ব দিবে। সর্বোপরি, ২০২৫ এ আমার প্রত্যাশা থাকবে দেশ ও দেশের মানুষের শান্তি, সম্প্রীতি,  সমৃদ্ধি, ও উন্নতি।   

ফুয়াদ হাসান
পপুলেশন সায়েন্স বিভাগ
সেশন: ২০২১-২২ 

অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই 
একদিকে আছে অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নতুন এক সূচনা করার আগ্রহ, আর অন্যদিকে আছে ভবিষ্যৎ নিয়ে নতুন নতুন স্বপ্ন গাঁথা। তাছাড়া নতুন বছরে দেশে গড়ে উঠুক অসাম্প্রদায়িকতা। জুলাই অভ্যু্ন্থানের পর দেশের প্রতি আশা বেড়েছে। জনসাধারণের জন্য দ্রব্যমূল্যে স্থিতিশীলতা,আইনের শাসন প্রতিষ্ঠা। সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে যোগ্য দলের জয় লাভ।

নতুন বছর মানেই নতুন সূচনা। একজন শিক্ষার্থী হিসেবে আমি এই নতুন বছরে পড়াশোনাকে আরও গুরুত্ব দিতে চাই। আমার লক্ষ্য হলো:  জ্ঞানের আধার বৃদ্ধি করা: শুধু পরীক্ষায় ভালো ফলাফল করাই আমার লক্ষ্য নয়। আমি নতুন নতুন বিষয় শিখে নিজেকে আরও জ্ঞানী বানাতে চাই।নিজের উপর বিশ্বাস রাখা এবং নিজের ক্ষমতায় বিশ্বাস করা।নতুন ধারণা ও উদ্ভাবনী চিন্তা করা।বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য নতুন উপায় খুঁজে বের করা।

মাসুদুর রহমান মজুমদার
ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ 
সেশন: ২০২১-২২

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত