দারুল আরকাম নূরানী কিন্ডারগার্টেন ও হিফ্জ মাদ্রাসায় বর্ষপূর্তি ও বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ জানুয়ারি) সকাল ১০ টায় রংপর জেলার মর্ডান মোড়ে মাদ্রাসা প্রাঙ্গনে এ বই উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উৎসবে প্রধান আলোচক ছিলেন খতিব হাসান ফিরোজ। দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ফেরদৌস ওয়াহিদ। শুভেচ্ছা বক্তব্য দেন মাদ্রাসার মোহতামিম হাফেজ মাহবুব আলম।
এছাড়াও অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক রনি মিয়া। প্রধান আলোচক তার বক্তব্যে দ্বিনী শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সেইসাথে দ্বীনি শিক্ষায় পিতা- মাতার দায়িত্ব কর্তব্য তুলে ধরেন।