রবিবার ১৯ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
রবিবার ১৯ জানুয়ারি ২০২৫
মুখে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যা, আটক স্বামী
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫, ৬:৩৮ PM
বিয়ের ১৬ দিনের মাথায় স্ত্রীর মুক্তার মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে মাদকাসক্ত স্বামী রানা। শনিবার (৪ জানুয়ারী) গভীর রাতে সৈয়দপুর শহরের কাজি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

পরে রবিবার (৫ জানুয়ারী) ভোরে অভিযুক্ত স্বামী রানাকে (৩২) আটক করে পুলিশ। রানা কাজি পাড়া গ্রামের মৃত্যু বাবলু মিয়ার ছেলে।

এলাকাবাসী জানায়, প্রথম স্ত্রী সন্তানের তথ্য গোপন করে মায়ের অনুমতি না নিয়ে অসত্য তথ্য দিয়ে  বোন লাভলী কে সাথে নিয়ে ১৬ দিন আগে বিয়ে করে মুক্তা (২০) কে। বিয়ের সপ্তাহ পার না হতেই রানা ও তার পরিবারের লোকজন শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে মুক্তার উপর। এসব বিষয় নিয়ে রানা ও মুক্তার মাঝে মনমালিন্যের সৃষ্টি হয়।

শনিবার গভীর রাতে রানা আবার মাদক সেবন করে বাসায় ফিরলে স্বামী স্ত্রীর মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে রানা ক্ষুব্ধ হয়ে স্ত্রী মুক্তার মুখে বালিস চাপা দিয়ে শ্বাস রোধ করে হত্যা করে। হত্যা শেষে চিৎকার করে বলতে থাকে লাভলী তোর ভাবি মুক্তাকে মেরে ফেলেছি। মুক্তার বাপের বাড়িতে খবর দে লাশ নিয়ে যাওয়ার জন্য বলে হু হু করে কাঁদতে থাকে রানা। এ ঘটনা শোনার পর লাভলী থানায় খবর দিলে পুলিশ এসে রানাকে আটক করে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফইম উদ্দিন বলেন, স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে রানা নামের এক যুবককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুবকটি স্ত্রী হত্যার কথা স্বীকার করেছেন। নিহতের পরিবার মামলা করলে পরবর্তীতে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি। লাশটি ময়না তদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত