টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় সাদপন্থী আরও এক মুরুব্বিকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
শনিবার রাতে সাড়ে ৯টার দিকে শরীয়তপুর জেলার পালং থানাধীন স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার তাকে আদালতে প্রেরণ করে রিমান্ড আবেদন করলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
গ্রেফতারকৃত শফিউল্লাহ (৪৬) শরীয়তপুর জেলার নড়িয়া থানার ডগরী (তালুকদার বাড়ি) গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। তিন মামলার ৯ নাম্বার আসামি।
টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের একটি দল শরীয়তপুর জেলা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার তাকে আদালতে প্রেরন করে রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, বিশ্ব ইজতেমার ময়দানে তাবলীগ জামাতের সাথীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় এর আগে আরও ৩ জনকে গ্রেফতার করা হয়। গত ১৯শে ডিসেম্বর বিকেলে কিশোরগঞ্জের এস এম আলম হোসেন বাদি হয়ে ২৯ জন এজাহার নামীয় ও কয়েক শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন।