মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
বগুড়ায় জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিতদের অভিষেক
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫, ৭:৩৫ PM
বগুড়া জেলা এ্যাডভোকেটস বার সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে মতিয়ার রহমান বার ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মোঃ শাহজাহান কবির। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বার এবং বেঞ্চ একে অপরের সাথে বিশেষভাবে জড়িত। এই দুটি ছাড়া বিচার বিভাগে বিচারিক কার্যক্রম পরিচারনা করা সম্ভব নয়। আপনাদের সহযোগিতায় আগামী দিনে বগুড়ায় বিচার কার্যক্রম আরো তরান্বিত হবে। 

অনুষ্ঠানে নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান সিনিয়র এ্যাডভোকেট আফতাব উদ্দিন আহমেদ। জেলা এ্যাডভোকেট বার সমিতির সভাপতি এ্যাডভোকেট আতাউর রহমান খান মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চিফ জুডিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম তাসকিনুল হক, সর্ব জনাব সিনিয়র আইনজীবী এ্যাড আফতাব উদ্দিন আহমেদ, নব নির্বাচিত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বার কাউন্সিল সদস্য, জিপি শফিকুল ইসলাম টুকু, পিপি আব্দুল বাছেত। 

এ্যাডভোকেট পলাশ খন্দকারের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, সাবেক সাধারন সম্পাদক জহুরুল হক জাফর, এ্যাড. রিয়াজ উদ্দিন, এ্যাড. সাখাওয়াত হোসেন মল্লিক প্রমুখ। শপথ পাঠ করান সিনিয়র আইনজীবী সাবেক সভাপতি আফতাব উদ্দিন আহমেদ। উক্ত শপথ অনুষ্ঠানে বগুড়ার বিভিন্ন পর্যায়ের বিচারকবৃন্দ এবং আইনজীবীগন উপস্থিত ছিলেন।

শপথ নেন নবনির্বাচিত সভাপতি আতাউর রহমান খান মুক্তা, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সহ সভাপতি অ্যাড. আতিকুল মাহবুব সালাম, সহ সভাপতি অ্যাড. শফি আহম্মেদ মিঠু, যুগ্ম সম্পাদক অ্যাড. আব্দুল মতিন মন্ডল, অ্যাড. এস এম নুরুজ্জামান মেহবুব, লাইব্রেরী ও সমাজ কল্যাণ সম্পাদক অ্যাড. জাকারিয়া সরকার ফেরদৌস, ম্যাগাজিন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস আব্দুল্লা-হীল বাকি লিপন, কার্যনির্বাহী সদস্যরা হলেন যথাক্রমে, অ্যাড. আশাবুদ জামান আশিব, অ্যাড. নিউটন খন্দকার, অ্যাড. মিন্টু কুমার সরকার, অ্যাড. মোস্তফা শাকিল, অ্যাড. মৌসুমী আকতার।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত