টাঙ্গাইলের ঘাটাইলে দ্রুতগতির একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম (২১) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তারই বন্ধু মোটরসাইকেল আরোহী শাহীন (২০) গুরুতর আহত হয়েছেন।
রবিবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের উপজেলার আঠারোদানা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার দিঘর ইউনিয়নের আঠারোদানা এলাকার আব্দুল মালেক এর ছেলে সাইফুল ইসলাম। নিহত সাইফুল কালিহাতী শাহজান সিরাজ কলেজের ছাত্র ছিলেন। এ ঘটনায় একই এলাকার পূর্বপাড়া গ্রামের হামীম এর ছেলে শাহীনুর গুরুতর আহত হয়েছেন ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকালে দুই বন্ধ চাচাত ভাইয়ের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। এ সময় বাড়ির সাথেই টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে অঙ্গাত একটি ঢাকাগামী বিনিময় বাসের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের পেছনে থাকা সাইফুল মাথা থেতলে নিহত হন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী শাহীনকে স্থানীয়রা উদ্ধারকরে কালিহাতী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেছে। তারও ডান হাত ভেঙে গেছে এবং মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেলকের সাথে অঙ্গাত একটি বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনি ব্যাবস্থা প্রক্রিয়াধীন।