চট্টগ্রাম কোতোয়ালী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন।
সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, বিক্ষুব্ধ বিএনপি নেতা-কর্মীরা নেজামকে কলার টেনে ধরে৷ এতে তার পরনের শার্ট ছিঁড়ে যায়। এ সময় বাকলিয়া ও কোতোয়ালী থানায় ওসি হিসেবে দ্বায়িত্বে থাকাকালিন বিএনপি দলীয় নেতা কর্মীদের নির্যাতনের নানা অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করছিলেন তারা।
সোমবার দুপুর আড়াইটার দিকে পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে একটি স্কুল কম্পাউন্ডে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা পাঁচলাইশ থানার সামনে বিক্ষোভ করছেন।
যুবদলের এক নেতা বাংলাদেশে বুলেটিনকে বলেন, নেজামের বিরুদ্ধে জুলাই বিপ্লবের ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়ের হয়েছে। বিগত চসিক নির্বাচনের সময় নেজাম বাকলিয়া থানা এলাকায় বিএনপি প্রার্থী ডাঃ শাহাদাতকে নির্বাচনী প্রচারনা করতে দেয়নি৷ বিভিন্ন সময় বিএনপি নেতা কর্মীদের মামলা দিয়ে ঘর ছাড়া করেছিল নেজাম৷ আজ আমরা তাকে হাতেনাতে ধরে পুলিশের কাছে সৌপর্দ করেছি৷
বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন। তিনি গণমাধ্যমকে বলেন, স্যারকে আমরা আমাদের হেফাজতে নিয়েছি। পরে বিস্তারিত জানানো যাবে।
নেজাম উদ্দিন কোতোয়ালী, বাকলিয়া, সদরঘাট ও সবশেষ পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।