নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া উপলক্ষে খুলনায় সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত। সকাল সাড়ে ১০ টায় খুলনার নৌঘাটি বানৌজা তিতুমিরে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে 'মোংলা বন্দর কর্তপক্ষের সক্ষমতা বৃদ্ধি, অত্যস্তমীর নৌ পথ সমূহের নাব্যতাসংকট ৫ এর থেকে উত্তরণের উপায়, টেকসই জাহাজ নির্মাণ প্রক্রিয়া, এবং পরিবেশ বান্ধব সামুদ্রিক শিল্প উন্নয়ন সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও অভ্যত্তরীণ জলাশয়ে দৃষণ প্রাতিরোধ কৌশলসমূহ' 'মাছ ধরার নিযেধাজ্ঞা চলাকালীন সময়ে উপকুলীয় জনগোষ্ঠীর জন্য বিকল্প কর্মসংস্থানের নিশ্চিত করাসহ বিভিন্ন' বিষয় গুরুত্বপূণ আলোচনা উত্থাপিত হয়।
সেমিনারে উপস্থিত মেরিটাইম বিশেষজ্ঞরা ব্লু-ইকোনমির উন্নয়নে একটি সমস্বিত কর্ম পরিকল্পনা প্রণয়নের উপর গুরুতারোপ করেন। সেমিনারে প্রধান অথিতির বক্তৃতা করেন নৌঞ্চাল খুলনার রিয়ার এডমিরাল গোলাম সাদেক।
এ সময় খুলনা শিপইয়ার্ডের জি, এম ক্যাপটেন জুলহাস উদ্দিন আহমেদ, মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপটেন মোঃ শফিকুল ইসলাম, কমান্ডার মোঃ রাশেদুল করিমসহ বিভিন্ন স্তরের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।