মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
রায়পুরে গাছে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা
রায়পুরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ৭:২৩ PM
লক্ষ্মীপুরের রায়পুরের কাঞ্চনপুর এলাকায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে আবুল কালাম নামে এক ব্যক্তিকে গাছে বেঁধে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। 

আজ সোমবার রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত আবুল কালাম রায়পুর উপজেলার কাঞ্চনপুর এলাকার ছানা উল্যাহ পাটওয়ারির ছেলে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের স্বজনরা জানায়, শুক্রবার রাতে রায়পুর উপজেলার কাঞ্চনপুর এলাকা থেকে মাসুদ আলমের অটোরিকশার ব্যাটারি চুরি হয়। রোববার বিকেলে ভূঁইয়ার রাস্তায় একটি দোকানে চুরি হওয়া ব্যাটারি বিক্রি করতে গেলে নিশান নামের একজনকে আটক করেন স্থানীয়রা। পরে আবুল কালামসহ আরও কয়েকজন ব্যাটারি চুরির সঙ্গে জড়িত রয়েছে বলে জানালে নিশানকে মারধর করে ছেড়ে দেন স্থানীয়রা। 

এর জেরে রোববার রাত তিনটার দিকে হায়দারগঞ্জের বাংলা বাজার থেকে মাসুদ আলমের নেতৃত্বে কয়েকজন যুবক আবুল কালামকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। পরে কাঞ্চনপুর এলাকা একটি সুপারি বাগানে গাছের সঙ্গে বেঁধে পিটানোর পর পালিয়ে যায় সবাই। আজ সকালে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহতের স্ত্রী রেহানা বেগম জানান, রাত তিনটার দিকে জোর করে বাংলা বাজার থেকে মাসুদের নেতৃত্বে ৫-৬জন যুবক আবুল কালামকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে কাঞ্চনপুর বাগানে সুপারি গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়। 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন, ব্যাটারি চুরির অভিযোগে আবুল কালাম নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত