চাঁপাইনবাবগঞ্জে নুরে আলম সিদ্দিকী ওরফে রোমান (২৬) নামে বিদেশ ফেরত এক যুবক আত্মহত্যা করেছেন। রবিবার রাত ৯টার দিকে সদর উপজেলার গণকা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রোমান গণকা এলাকার হারুন উর রশিদের ছেলে। তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দীন।
তিনি জানান, রোমান দীর্ঘদিন বিদেশে থাকার পরে বাড়ি এসে মানসিকভাবে ভেঙে পড়ে। সেই পারিবারিক কলহের জেরে রবিবার রাতে আত্মহত্যা করেন। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিলেন, তা স্পষ্ট নয়।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কোরিয়ান ভাষাশিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক হজরত আলী জানান, নূরে আলম সিদ্দিকী রোমান আমার ছাত্র ছিল। সে ২০১৭ সালে পাশ করে দক্ষিণ কোরিয়া গিয়েছিল এবং সে কোরিয়া থেকে চলে আসার পরে আবার ২০২৪ সালের কানেক্টেকশনে পাশ করে রোস্টারে ছিল ২-৩ মাস হল।
এ বিষয়ে হজরত আলী জানান, আমি খবর নিয়ে জেনেছি রোমান বিভিন্ন রোগে আক্রান্ত ছিল এবং একটা বড় অপারেশনও করিয়েছিলেন। ইদানিং মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এছাড়াও পারিবারিক সমস্যা ছিল। এই কারণে আত্মহত্যা বলে মনে করেন তিনি।