আজ মঙ্গলবার সকালে চীনের প্রত্যন্ত তিব্বত অঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা বেড়ে ৯৫ হয়েছে। ভূমিকম্পে অনেক ঘরবাড়ি-ভবন ধসে পড়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।
চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) বলেছে, স্থানীয় সময় আজ সকাল ৯টা ৫ মিনিটে এই ভূমিকম্প হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ নেপালের সীমান্তবর্তী তিব্বতের ডিংরি কাউন্টি।
সিইএনসি বলেছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ১। নেপালের রাজধানী কাঠমান্ডুতে এই ভূকম্পন অনুভূত হয়। এ ছাড়া ভারতের বিভিন্ন অংশে ভূকম্পন অনুভূত হওয়ার তথ্য পাওয়া গেছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার খবরে বলা হয়, স্থানীয় সময় বেলা ৩টা পর্যন্ত ভূমিকম্পে মোট ৯৫ জনের নিহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন ১৩০ জন।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি বলেছে, ডিংরি কাউন্টি ও এর আশপাশের এলাকায় তীব্রভাবে শক্তিশালী এই ভূমিকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তি স্থলের কাছের বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে।
নেপালের জাতীয় দুর্যোগ প্রশমন ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, তিব্বত সীমান্তবর্তী সাতটি পাহাড়ি জেলায় কম্পন টের পাওয়া গেছে। সংস্থাটির মুখপাত্র দিজান ভাত্তারাই রয়টার্সকে বলেছেন, এখন পর্যন্ত কোনও প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি যাচাই ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য পুলিশ, নিরাপত্তা বাহিনী ও স্থানীয় কর্তৃপক্ষকে মোতায়েন করা হয়েছে।
সকালের ভূমিকম্পের পর অঞ্চলটিতে একাধিকবার পরাঘাত (আফটার শক) অনুভূত হয়। রিখটার স্কেলে পরাঘাতের সর্বোচ্চ মাত্রা ছিল ৪ দশমিক ৪।