রবিবার ১৯ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
রবিবার ১৯ জানুয়ারি ২০২৫
কলেজের গেটে শিক্ষার্থীরা টানালেন ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ ব্যানার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ৩:১৫ PM
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন করে আসছেন কলেজটির শিক্ষার্থীরা। যা নিয়ে সরকারের পক্ষ থেকেও গঠন করা হয়েছে একটি কমিটি। 

তবে সেই কমিটির কার্যক্রমে জোর নেই এমন অভিযোগ তুলে শিক্ষার্থীরা করেছেন অভিনব এক কাজ। তারা সরকারি তিতুমীর কলেজের প্রধান ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ ব্যানার টাঙিয়ে দিয়েছেন।

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে শিক্ষার্থীরা এ ব্যানার টানিয়ে দেন। এ সময় তারা তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেব ঘোষণার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। 

শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মুক্তিযুদ্ধের সময়েও এই কলেজের ছাত্ররা দেখিয়েছিলেন সাহসিকতার দৃষ্টান্ত। তারা তৎকালীন ‘জিন্নাহ কলেজ’ নামটি ফেলে দিয়ে পরিবর্তন করেছিল ‘তিতুমীর কলেজ’ নামে। সেই ঐতিহাসিক সংগ্রামের ধারাবাহিকতায় আজও নাম পরিবর্তন করা হয়েছে।

এর আগে, গত বছরের ৩ ডিসেম্বর (মঙ্গলবার) সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কি না, তা যাচাইয়ে ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ে উপসচিব মো. শাহিনূর ইসলাম এতে স্বাক্ষর করে বিজ্ঞপ্তি জারি করেন। বিজ্ঞপ্তিতে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যৌক্তিকতা ও সম্ভাব্যতা যাচাইয়ের নিমিত্ত কমিটি উল্লেখ করেন।

কমিটির কার্যপরিধি বলা হয়েছে, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের যৌক্তিকতা ও সম্ভাব্যতা যাচাই ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ পৃথকীকরণের মাধ্যমে একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির বিষয়ে প্রস্তাবিত উচ্চ পর্যায়ের কমিটির সঙ্গে এ কমিটি সমন্বয়পূর্বক কাজ করবে।

প্রসঙ্গত, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এর মধ্যে একটি কলেজ হচ্ছে সরকারি তিতুমীর কলেজ। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত