মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
উচ্ছেদ পরিকল্পনার প্রতিবাদে কক্সবাজারে সড়ক, ডিসি কার্যালয় অবরোধ
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ৫:৩৫ PM
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিকমানে রূপান্তরের জন্য উচ্ছেদ পরিকল্পনার প্রতিবাদে সড়ক ও জেলা প্রশাসনের কার্যালয় অবরোধ ও প্রতিবাদ সমাবেশ করেছে কক্সবাজার শহরের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। 

মঙ্গলবার সকাল ১০ টা দুপুর ১ টা পর্যন্ত এই অবরোধ কর্মসূ্চি পালন করা হয়। 

এতে অংশ নেয় সমিতিপাড়া ও কুতুবদিয়া পাড়ার কয়েক হাজার মানুষ। এসময় পুরো শহরে অচলাবস্থা তৈরি হয়। পরে জেলা প্রশাসকের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেয় তারা। এরপরই স্বাভাবিক হয় যানবাহন চলাচল। 

আন্দোলনকারীরা জানান, বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের কথা বলে তাদেরকে উচ্ছেদ করার চেষ্টা করছে সরকার। কিন্তু তারা তাদের বসতভিটা ছাড়তে চায় না। সরকার উচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে না আসলে শহর অচল করে দেওয়ার ঘোষণা দেন তারা। পরে তারা জেলা প্রশাসকের কাছে প্রধান উপদেষ্টা বরাবরে একটি স্বারকলিপি প্রদান করেছেন। এদিকে আন্দোলন কর্মসূচি চলাকালে সমাবেশস্থলে আসেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দীন।

এসময় জেলা প্রশাসক বলেছেন, আন্দোলনকারিদের দাবি সম্বলিত স্বারকলিপিটি দ্রুততার সাথে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে। আপাতত বিমানবন্দরের জন্য সম্প্রসারিত এলাকায় উন্নয়নকাজ বন্ধ রাখতে নির্দেশনার পাশাপাশি উচ্ছেদ পরিকল্পনা স্থগিত রাখতে বলা হয়েছে।

পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আন্দোলনকারিদের প্রতিনিধিদের সাথে আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রসারণের জন্য উচ্ছেদ করার পরিকল্পনা হয় কয়েক বছর আগে। তাদেরকে পুর্নবাসন করার জন্য সরকার খুরুশকুলে আশ্রয়ণ প্রকল্পও চালু করেছে। ইতোমধ্যে কয়েকশ পরিবারকে ফ্ল্যাটও দেওয়া হয়েছে বিশেষ আশ্রয়ণ প্রকল্পে। পর্যায়ক্রমে চার হাজারেরও বেশি পরিবার ফ্ল্যাট পাওয়ার কথা রয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত