রবিবার ১৯ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
রবিবার ১৯ জানুয়ারি ২০২৫
বঙ্গবন্ধু হলের নতুন ভবনের নাম ‘জুলাই শহীদ স্মৃতি ভবন’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ৮:১২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতির জনক বঙ্গবন্ধু হলের নবনির্মিত ভবনের নাম ‘জুলাই শহীদ স্মৃতি ভবন’ নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-৫) থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬(১১৯), জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১০০০ শিক্ষার্থীর জন্য নবনির্মিত ১১ তলা হল ভবনের নাম শিক্ষার্থীদের প্রস্তাবিত নাম থেকে নামকরণের বিষয়ে প্রাধ্যক্ষ মহোদয়ের পত্র সম্পর্কে আলোচনা করা হয়। 

এতে আরও বলা হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১০০০ শিক্ষার্থীর জন্য নবনির্মিত ১১ তলা হল ভবনের নাম ‘জুলাই শহীদ স্মৃতি ভবন’ নামকরণ করা হলো।

উল্লেখ্য, উক্ত ভবনের নামকরণের বিষয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নাম প্রস্তাব করার জন্য বলা হয়েছিল।

শিক্ষার্থীরা- ‘জুলাই স্মৃতি ভবন’, ‘জুলাই বিপ্লব ভবন’, ‘জুলাই ২৪ ভবন’, ‘বিজয় ২৪ ভবন’ নাম প্রস্তাব করে বলে জানানো হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত