মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
কু‌য়ে‌টে প্রতি আস‌নের বিপরী‌তে লড়‌বে ২৩ শিক্ষার্থী
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ৮:৪২ PM
আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এক হাজার ৬৫টি আসনের বিপরীতে এবারে মোট ২৪ হাজার ৫২৭ জন পরীক্ষার্থী অংশ নেবে। 

হিসেব মতে প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী ২৩ জন। কুয়েটসহ মোট ১১টি ভ্যানুতে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত।

মঙ্গলবার (০৭ জান‌য়ারি) সকালে কুয়েটের সভাকক্ষে প্রেস ব্রিফিং এ এসব কথা বলেন উপচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। তিনি আরও বলেন, এবছর সর্বোচ্চ বেশী সংখ্যক পরীক্ষার্থী কুয়েটে ভর্তি পরীক্ষায় অংশ নেবে। এর আগে সর্বোচ্চ পরীক্ষার্থী ছিল ১৩ হাজার একশ জন। 

পরীক্ষার হলে মোবাইল ফোনসহ কোন ধরনের ডিভাইস নিয়ে আসা যাবে না এবং পরীক্ষা শুরুর মাত্র ৩০ মিনিট আগে হলে প্রবেশ করা যাবে। এছাড়া পরীক্ষা নির্বিঘ্ন করতে নগরীর যানজট নিরসনসহ বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রেসব্রিফিং এ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা সংক্রান্ত কামটির সভাপতি প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত