শনিবার ১৮ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
রাজবাড়ীতে ডিবির অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ নারী গ্রেপ্তার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ৮:৪৪ PM
রাজবাড়ীর দয়ালনগরে ডিবি পুলিশের অভিযানে চুরি, ডাকাতি অস্ত্র ও মাদকসহ এগারো মামলার পলাতক আসামী মাসুদ এর স্ত্রী  রুশনী খাতুনকে অস্ত্র, কার্তুজ ও ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।  

রাজবাড়ী ডিবি পুলিশের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলে হয়,  রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১টি দেশীয় তৈরী ওয়ান শ্যুটার গান, ৩ রাউন্ড কার্তুজ ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১১ মামলার পলাতক আসামী মাসুদ এর স্ত্রী  রুশনী খাতুনকে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজবাড়ী পুলিশ সুপার মোছাম্মত  শামিমা পারভীন এঁর সার্বিক দিক-নির্দেশনায় ডিবি'র ওসি মফুজুর রহমানের নেতৃত্বে এস আই আতাউর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাজবাড়ীর সদর থানাধীন দয়ালনগর এলাকায় অভিযান পরিচালনা করে ৭ই জানুয়ারি (সোমবার) দিবাগত রাত একটা বিশ মিনিটের দিকে সদর উপজেলার দয়ালনগরের মাসুদ রানার বসত বাড়ী থেকে তার স্ত্রী  রুশনী খাতুন কে গ্রেপ্তার করা হয় । অপর অভিযুক্ত আসামী মাসুদ রানা পলাতক আছে। এ সময় তার স্ত্রী রুশনী খাতুনকে অস্ত্র, কার্তুজ ও ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়েছে।  

উল্লেখ্য গ্রেফতারকৃত রুশনী'র নামে ২ টি মাদক মামলা এবং পলাতক মাসুদের নামে চুরি, ডাকাতি অস্ত্র ও মাদকসহ ১১ টি মামলা চলমান আছে। অস্ত্র ও মাদক উদ্ধারের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানান ডিবির ওসি মফিজুর রহমান ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত