শনিবার ১৮ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
লামায় কৃষক ও গর্ভবতী হাতির মৃত্যু
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ৮:৪৮ PM
বান্দরবানের লামায় হাতির আক্রমনে কৃষক ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গর্ভবতী হাতির মুত্যু হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার ফাঁসিয়াখালীর দুর্গম চাককাটা ঝিরি এলাকায় ঘটনাটি ঘটে। 

নিহত কৃষকের নাম ফরিদুল আলম (৩৮)। তিনি পাশবর্তী চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উত্তর ঘুনিয়া পাহাড়তলী এলাকার বাসিন্দা মৃত আলী আহমদের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাতে একটি হাতির আক্রমণে ধানক্ষেত পাহারায় থাকা কৃষক ফরিদুল আলমের মৃত্যু হয়।এসময় বৈদ্যুতিক ফাঁদে পড়ে বন্য হাতিটি মারা যায়।

লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এ. কে. এম আতা এলাহী জানান, বৈদ্যুতিক ফাঁদেই হাতিটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত হাতিটির শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। হাতিটির প্রাথমিক সুরতহাল ও নমুনা সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

অপরদিকে হাতিটির আক্রমণে কৃষক ফরিদুল আলমের মৃত্যু হতে পারে বলেও জানান রেঞ্জ কর্মকর্তা। লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন জানান, এলাকাবাসীর আবেদনে হাতির আক্রমণে নিহত কৃষকের লাশ মঙ্গলবার সকালে স্বজনদের কাছে হাস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, বৈদ্যুতিক ফাঁদে হাতির মৃত্যুর সত্যতা পাওয়া গেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি হাতির আক্রমণে নিহত কৃষক ফরিদুল আলমের পরিবারকে বন বিভাগের বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেওয়া হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত