এবার রাতের আঁধারে ভেঙে ফেলা হয়েছে ভুঞাপুর উপজেলায় নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি।
গত সোমবার রাতের কোনো এক সময় ভুঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে নির্মিত ম্যুরালটি ভেঙে ফেলা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. পপি খাতুন জানান।
ম্যুরাল ভাঙার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, রাতের বেলায় মাটিকাটার যন্ত্র ভেকু দিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালটি ভেঙে ফেলা হচ্ছে। একটি লড়ি ট্রাকের উপর ভেকুটি রেখে ম্যুরালটি ভাঙা হয়।
২০১৫ সালের ২৭ অক্টোবর সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ভূঞাপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবন ও বঙ্গবন্ধুর ম্যুারালটি উদ্ধোধন করেন। এরপর থেকে স্থানীয় মুক্তিযোদ্ধারা বিভিন্ন জাতীয় দিবসে এই ম্যুারালে পুষ্পস্তবক অর্পণ করে আসছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর টাঙ্গাইলের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ছবি ও ম্যুরাল ভাঙার ঘটনা ঘটে। সবশেষ ৩০ ডিসেম্বর রাতে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার ম্যুরাল রাতের বেলা গুঁড়িয়ে দেওয়া হয়। উদ্যানের মুক্তমঞ্চের পাশে ওই ম্যুরালের মাঝে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতি। আর দুই পাশে জাতীয় চার নেতার প্রতিকৃতি ছিল।
সরকার পতনের পর পরই সেই ম্যুরালে হামলার ঘটনা ঘটেছিল। ৩০ ডিসেম্বর সেটি মাটিকাটার ভেকু মেশিন দিয়ে গুড়িয়ে ফেলা হয়। এর আগে সরকার পতনের পর পরই ভুঞাপুর উপজেলা পরিষদ চত্বরের সামনে স্থাপিত ম্যুরালটিও ভেঙে ফেলা হয়।
তবে ম্যুরাল ভাঙার বিষয়ে কিছু জানা নেই বলে জানান ভূঞাপুর থানার ওসি এ কে এম রেজাউল করিম।