শনিবার ১৮ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
রাঙ্গামাটিতে শুরু হলো তারুণ্যের উৎসব
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৭:৫২ PM
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটিতে শুরু হলো ‘তারুণ্যের উৎসব।  

আজ বুধবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলার জিমনেসিয়াম প্রাঙ্গণ থেকে তারুণের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শহীদ আব্দুল আলী মঞ্চ, জেলাপ্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে এসে শেষ সমাপ্ত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ এর নেতৃত্বে র‌্যালিতে অংশগ্রহণ করেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন,  সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা, জেলায় কর্মরত সকল দপ্তর প্রধানবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রাঙ্গামাটি সদরের অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ। 

উদ্বোধনী কার্যক্রমে কয়েক শত তারুণ-শিক্ষার্থী ও জনসাধারণ অংশগ্রহণ করেন। তারুণ্যের র‌্যালিকে সাফল্যমন্ডিত করায় জেলাপ্রশাসক জনাব মোহাম্মদ হাবিব উল্লাহ  সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ  জানান, তারুণ্যের উৎসব ২০২৫'  উপলক্ষে রিজার্ভ বাজারস্থ শহীদ এম আব্দুল শুক্কুর মাঠ প্রাঙ্গণে লোক ও কারুশিল্প মেলা এর আয়োজন করা হয়েছে । এছাড়া তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতা(T-20 ক্রিকেট) , বালক ও বালিকাদের নিয়ে আলাদা (ফুটবল টুর্নামেন্ট, কাবাডি, ক্যারাতে) এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অন্যান্য অনুষ্ঠান সকলকে উপভোগ করার জন্য সানুগ্রহ আহবান তিনি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত