রবিবার ১৯ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
রবিবার ১৯ জানুয়ারি ২০২৫
নাটোরে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৭:৫৭ PM
নাটোর শহরের ফুটপাত দখল মুক্ত করতে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। বুধবার (৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে শহরের ছায়াবাণী মোড়ে এ উচ্ছেদ অভিযান শুরু করে সড়ক ও জনপদ বিভাগ।

এসময় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ হোসেন।

সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম জানান, মানুষ যেন ফুটপাত দিয়ে নিরাপদে চলাচল করতে পারেন। নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন। ফুটপাত দখলমুক্ত করতে বার বার নোটিশ দেওয়ার পরেও ফুটপাত ছাড়েননি। ফুটপাত দখলমুক্ত করতে সকাল থেকে শহরে এ অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতে শহরের কোনো ফুটপাত দখল করে দোকানপাট বসানো এবং দোকানের মালামাল রাখা যাবে না বলে মাইক্রিন করা হয়েছে।

উল্লেখ্য, গত ২ ডিসেম্বর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রওশন আলম সড়ক ও জনপথ বিভাগ সদর থানা পুলিশসহ সড়ক ও জনপথ কর্তৃপক্ষকে ফুটপাত এবং রাস্তার দখলমুক্ত করার নির্দেশ প্রদান করেন। তারই প্রেক্ষিতে আজ ফুটপাত দুখলমুক্ত করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত