রবিবার ১৯ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
রবিবার ১৯ জানুয়ারি ২০২৫
নির্দিষ্ট সময়ের আগেই মাদ্রাসা ছুটি, সুপার বললেন 'ঠান্ডা লাগে'
বরিশাল ব্যুরো
প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৮:১২ PM
ঝালকাঠির নলছিটি উপজেলার গোচরা ইসলামীয়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসা নির্ধারিত সময়ের আগেই ছুটি দিয়ে প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে চলে গেছেন শিক্ষক ও কর্মচারী। নির্ধারিত সময়ের আগে মাদ্রাসা ছুটি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী।

বুধবার (৮ জানুয়ারি) দুপুর ১২ টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, গোচরা ইসলামীয় হোসাইনিয়া দাখিল মাদ্রাসায় কোন শিক্ষার্থী নেই এবং সুপার মো.শহিদুল ইসলাম প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে অটোযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

স্থানীয়রা জানান, শীতের অযুহাত দিয়ে প্রায় সময়ই মাদ্রাসা কতৃপক্ষ শিক্ষার্থীদের ছুটি দিয়ে তারা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি চলে যান। এতে করে শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর আগেও মাদ্রাসা খোলা হলেও শিক্ষকরা নির্ধারিত সময়ের আগে মাদ্রাসা ছুটি দিয়ে চলে গেছেন। এতে করে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত ও মাদ্রাসা শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসা সুপার মো. শহিদুল ইসলাম বলেন, প্রচন্ড ঠান্ডায় ক্লাস করতে কষ্ট হয় তাই ছুটি দিয়ে দিছি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার আজিম বলেন, শীতে শিক্ষক- শিক্ষার্থীদের কষ্টের কথা চিন্তা করে নির্দিষ্ট সময়ের আগে মাদ্রাসা ছুটি দিয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে অবগত হলাম। নির্দিষ্ট সময়ের আগে মাদ্রাসা বন্ধ করলে এটা অবশ্যই অনিয়ম। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত