রবিবার ১৯ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
রবিবার ১৯ জানুয়ারি ২০২৫
খুলনায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৮:৩১ PM
খুলনায় শুরু হয়েছে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২৫। নগরী শিববাড়ি মোড় সংলগ্ন বিসিক চত্বরে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার বিকালে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক গোলাম সাকলাইন।

এ সময় বক্তারা বলেন, বিসিক বাংলাদেশের ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তাদের নানা ধরনের সহযোগিতা করে আসছে। এরই অংশ হিসেবে মেলার মধ্য দিয়ে উদ্যোক্তারা তাদের তৈরিকৃত পণ্য প্রদর্শন ও বিক্রি করতে পারবে। ফলে নিজেরা যেমন স্বাবলম্বী হবে তেমন মানুষ দেশীয় পণ্য ব্যবহারে আগ্রহী হবে। এসময় বক্তারা আরও বলেন, কেউ যদি নতুন ভাবে উদ্যোক্তা হতে চায়ে তাহলে তাদেরও সহযোগিতা করবে বিসিক। এতে করে নতুন উদ্যেঅক্ত যেমন তৈরী হবে তেমন দেশীয় পণ্যেও ব্যবহার বাড়বে। শুধু তাই নয় মানুষের পরনির্ভরতা কমে আসবে এই প্রক্রিয়ায়। 

মেলায় মোট ৩৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করছে। এতে সংসারের দৈনন্দিন ব্যবহারের জন্য বাঁশ, বেত, পাটসহ বিভিন্ন ধরনের দেশীয় উপকরণ দিয়ে তৈরীকৃত পণ্যেও পশরা বসেছে। আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সকলের জন্য উন্মুক্ত থাকবে। এর আগে অতিথিরা বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। এসময় সরকারি ও বেসরকারি দফতরের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত