নারীকে গর্ভধারণের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণাপূর্বক ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক নাম আলামিন মিয়া (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে সিআইডি সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) একটি টিম।
মঙ্গলবার রাতে সিআইডি সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অনলাইন প্রতারণায় সম্পৃক্ত থাকার অভিযোগে আলামিন মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার (৮ জানুয়ারি) রাতে সিআইডির বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মামলার বাদী শান্তা (ছদ্মনাম) দীর্ঘদিন ধরে সন্তান না হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এসময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ইমুতে জিনের মাধ্যমে কবিরাজি চিকিৎসার দ্বারা সন্তানধারণ সম্ভব এমন তথ্য দেখতে পান।
ভুক্তভোগী শান্তা অনলাইনে যোগাযোগ করলে তার অসহায়ত্বকে পুঁজি করে প্রতারক চক্রটি বিভিন্ন অজুহাতে যেমন আসন বসানো, জিন ভোগ দেওয়া, চিকিৎসা খরচ ইত্যাদির কথা বলে তার কাছ থেকে বিভিন্ন সময়ে বিকাশ ও নগদের মাধ্যমে ৩০ লাখ টাকা হাতিয়ে নেয় এবং আরও টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে।
টাকা না দিলে শান্তার ক্ষতি হবে এবং জ্বিনের অসমাপ্ত কাজ সমাপ্ত না করলে জিন স্বামীসহ তাকে হত্যা করবে মর্মে ভয় দেখায়। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী শান্তা গত ১৮ ডিসেম্বর রাজধানীর লালবাগ থানায় মামলা দায়ের করেন।
মামলাটি সিআইডি সাইবার পুলিশ সেন্টার তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রটির সদস্য আলামিন মিয়াকে গতরাতে গ্রেপ্তার করে।