শনিবার ১৮ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
ঝিনাইদহে ফসলের মাঠ থেকে ‘আর্জেস গ্রেনেড’ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৯:০২ PM
ঝিনাইদহ সদর উপজেলার বাড়িবাথান গ্রামের মাঠ থেকে একটি গ্রেনেড উদ্ধার করেছে ঝিনাইদহ র‌্যাব-৬। আজ বুধবার (৮ জানুয়ারি) দুপুরে ওই উপজেলার বাড়িবাথান গ্রামের চরপাড়া মাঠ থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।

ঝিনাইদহ র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে সদরের চরপাড়া গ্রামের মাঠে পরিত্যক্ত জায়গায় বোমা সদৃশ কিছু একটা পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযান চালিয়ে ঘাসের ভেতরে থাকা একটি বোমা উদ্ধার করে।

উদ্ধারকৃত বোমাটি আরজেএসএম৩৬ গ্রেনেড বলে র‌্যাব নিশ্চিত হয়। পরে র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট গ্রেনেডটি ওই মাঠের ভেতরে ধ্বংস করে। তবে গ্রেনেডটি কে বা কারা এখানে রেখে গেছে সেটি জানাতে পারেনি।

উদ্ধার করা আরজে এসএম৩৬ গ্রেনেডটি র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট ধ্বংস করে। অভিযানকালে র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত