এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে দিগর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও দিগড় ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিন আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও জামুরিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ মনিরুজ্জামান খান, উপ সহকারী কৃষি কর্মকর্তা মিনহাজ উদ্দিন, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকতা মোঃ মাসুদুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে আগামীর বাংলাদেশ বিনির্মানে তারুণ্যের উদীয়মান শক্তিকে এগিয়ে আসার আহবান জানান।
ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান (পারভেজ) এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন দিগড় ইউপি সদস্য বীরমুক্তিযুদ্ধা মতিউর রহমান খান, শাহ আলাম(বাদশা), হাবিবুর রহমান হাবিব, সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ জহুরা, মোসাঃ বন্যা, মোসাঃ জবেদা খাতুন প্রমুখ। এ শীর্ষক কর্মশালায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবক অংশ গ্রহণ করেন।
তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন কদমতলী হাসান পাবলিক উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করেন গারট্ট দাখিল মাদরাসা, তৃতীয় স্থান অধিকার করেন ব্রাম্মণশাসন মহিলা কলেজ।