ময়মনসিংহ শহরে হযরত শাহ সুফি সৈয়দ কালু শাহ (রাঃ)-এর মাজারে মিলাদ মাহফিল, দোয়া ও সামা কাওয়ালি অনুষ্ঠান হামলা করে বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর গভীর রাতে কয়েকশ মাদ্রাসা ছাত্র গিয়ে হামলা চালিয়ে ২০০ বছরের পুরনো মাজারটির একটি অংশও ভেঙে গুড়িয়ে দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ১১টার দিকে নগরীর থানার ঘাট এলাকায় অনুষ্ঠান চলাকালে কাছের জামিয়া ফয়জুর রহমান রহ: মোমেনশাহী বড় মসজিদ মাদ্রাসার কয়েকশ ছাত্র গিয়ে সামা কাওয়ালি অনুষ্ঠানে হামলা চালায়। শিল্পীরা সেখান থেকে সরে গিয়ে প্রাণে রক্ষা পান। ছাত্ররা মঞ্চ, শামিয়ানা, চেয়ার-টেবিল ভাঙচুর করে। এ সময় বাধা দিতে এসে ছাত্রদের মারধরে কয়েকজন আহত হয়।
এরপর রাত ৩টার দিকে মাদ্রাসা ছাত্ররা গিয়ে মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ভাঙচুর, অগ্নিসংযোগের পর ছাত্ররা চলে যায়। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে সেখানে জড়ো হতে থাকেন ভক্ত-আশেকানরা। একেবারে থানার ঠিক উল্টো দিকে এ ধরনের হামলার ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করেন।
হযরত শাহ সুফি সৈয়দ কালু শাহ (রাঃ)-এর মাজারে পীরবাবা খলিলুর রহমান চিশতী নিজামী বলেন, ১৭৯তম ওরস উপলক্ষে মাগরিবের পর মিলাদ করা হয়। মিলাদ শেষে ঠিক থানা গেটের সামনে শামিয়ানা টানিয়ে সামা গানের আয়োজন করা হয়। রাত ১১টার দিকে ওসি সাহেব এসে তাড়াহুড়া করে গান-বাজনা বন্ধ করতে বলেন। তাৎক্ষণিকভাবে সবকিছু বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করার সঙ্গে সঙ্গে কয়েকশ মাদ্রাসা ছাত্র এসে সব ভেঙে চুরমার করে দেয়। এরপর রাত ৩টার দিকে ছাত্ররা আবার এসে মাজারে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
তিনি বলেন, আমরা খুব সুখে ছিলাম, দেড়শ বছরের মধ্যে এমন ঘটনা ঘটেনি। আমরা এখানে অন্যায় কিছু করিনি। তারা এসব না ভেঙে বললেই পারত, আমরা সবকিছু বন্ধ করে দিতাম।
মাজারের উৎসব আয়োজক আলম চিশতী বলেন, দীর্ঘ বছর ধরে আমরা সামা কাওয়ালি অনুষ্ঠান করে আসছি। ওসি সাহেব যখন বললেন অনুষ্ঠান বন্ধ করার জন্য তখনি আমরা বন্ধ করে দেই। তারপরে কেন হামলা ভাঙচুর চালিয়ে লুটপাট করা হল? আল্লাহর ওলি-আওলিয়ারাই মানুষকে দ্বীন ও ধর্মের দাওয়াত দিয়েছেন। আমরা তো কোনো ইসলামবিরোধী কর্মকাণ্ড করিনি। তাহলে আমাদের ওপর এমন হামলা কেন?