রাজশাহীর মোহনপুর উপজেলায় দেশীয় মদ্যপানে চারজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরো চারজন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (৮ জানুয়ারি) সকাল থেকে রাতের মধ্যে ওই চারজনের মৃত্যু হয়। এদের মধ্যে তিনজন হাসপাতালের বাইরে মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।
মৃতরা হলেন উপজেলার দুর্গাপুর গ্রামের মুন্তাজ (৪২), টুটুল (২৮), একদিল (৫০) ও করিষা গ্রামের জুয়েল (২৫)। অসুস্থ হয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুর্গাপুর গ্রামের পিন্টু (৩৫), আকবর (৪৬), মোনা (২৮) ও ফিরোজ হোসেন (২৮)।
এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন মতিহার গ্রামের মুকুল (৩৯) ও ধোপাঘাটা গ্রামের জনি (৪২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধোড়সা গ্রামের হান্নানের কাছে থেকে গত মঙ্গলবার রাতে দেশীয় মদ কিনে পান করেন আটজন। এরপর তারা সবাই অসুস্থ হয়ে পড়েন।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান জানান, এ ঘটনার পরে একটি মাদক মামলায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।