সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
কক্সবাজার সৈকতে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ১২:১০ PM
কক্সবাজার সমুদ্রসৈকতের সিগাল পয়েন্টের ঝাউবাগানে খুলনা সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুকে (৫৫) গুলি করে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) রাত ৮টার দিকে সিগাল পয়েন্টের ঝাউবাগানে এ ঘটনা ঘটে।

নিহত গোলাম রব্বানী টিপু খুলনার দৌলতপুরের মো. গোলাম আকবরের ছেলে। তিনি খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৮টার দিকে গোলাম রব্বানী সিগাল হোটেলের সামনে ঝাউবাগানের ভেতরে কাঠের সেতুর পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে দুই ব্যক্তি এসে তার মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ইজিবাইক (টমটম) চালক আবদুস সালাম বলেন, ‌“আমি সিগাল হোটেলের দিকে যাচ্ছিলাম। এ সময় গুলির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে বালুতে পড়ে গেছেন। তাকে দ্রুত নিজের গাড়িতে তুলে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার পর তার পকেট থেকে জাতীয় পরিচয়পত্র দেখে পরিচয় শনাক্ত করেছে পুলিশ।”
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত