খালেদা জিয়ার বিদেশযাত্রাকে কেন্দ্র করে যারা মাইনাস টু ফর্মুলার আশা করছেন, তাদের ওই আশা কোনোদিনই পূরণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, বিএনপি এখন শক্তিশালী দল। তার মতে, গণতন্ত্র প্রতিষ্ঠার প্রথম ধাপ হলো নির্বাচন।
শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানী শেরেবাংলা নগরস্থ শহীদ জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, ম্যাডাম যাওয়ার পরে মাইনাস টু এর কথা সামনে আসছে। কেউ যদি মনে মনে মন গড়া কথা বলেন সেটা তাদের সমস্যা। ওইটা এরশাদ পারে নাই। ওইটা ওয়ান-ইলেভেন (এক-এগার) পারে নাই। আর এখন তো বিএনপি তার চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। বিএনপি ত্যাগ করে আজকে একটি সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হয়েছে। সুতরাং ওই সমস্ত মনগড়া কথার উত্তর দেয়ারও আমি প্রয়োজন বোধ করি না।
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরা বিএনপির নেতাকর্মীদের কথা উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তাদের স্বাগত জানানোর মূল কারণ হচ্ছে এই লোকগুলো বিগত ১৬ বছর যুক্তরাষ্ট্রে থেকে ফ্যাসিস্ট বিরোধী, স্বৈরাচার বিরোধী আন্দোলনে সোচ্চার ছিল। তারা হোয়াইট হাউজের সামনে, তারা ক্যাপিটল হিলে, ওয়ার্ল্ড ব্যাংকের সামনে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে লড়েছেন। তার সম্মুখীন হয়েছেন, সামনে গিয়ে প্রতিবাদ করেছেন। তার সামনে দাঁড়িয়ে স্লোগান দিয়েছেন। দেশে এদের সবার আত্মীয়-স্বজনসহ সবার নামে মামলা আছে। এদের পরিবারের বিরুদ্ধে মামলা আছে। এদের অনেকে ব্যবসা হারিয়েছে, অনেকে চাকরি হারিয়েছে। এদের পরিবারের অনেকে জীবনও দিয়েছে।