শনিবার ১৮ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
পদ্মা নদী থেকে নিখোঁজ ইউপি সদস্যের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ১০:১৮ PM
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় নিখোঁজের চারদিন পর পদ্মা নদীতে ভাসমান অবস্থায় আব্দুল বারেক (৬০) নামে সাবেক এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। 

আজ শনিবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কালিতলা এলাকায় পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত আবদুল বারেক শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের ছোট কোকরন্ড গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় আরুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন সাবেক ইউপি সদস্য আবদুল বারেক। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। আজকে সকালে কালিতলা এলাকায় পদ্মা নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে বিকেল ৪টার দিকে বারেকের মরদেহ উদ্ধার করে ফরিদপুরের কোতোয়ালি নৌপুলিশ ফাঁড়ি। 

আরুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য মো. জয়নাল আবেদীন বলেন, সাবেক ইউপি সদস্য আবদুল বারেক ব্যবসায়ী ছিলেন। স্থানীয় বাজারে ওএমএস ডিলারের চালের ব্যবসা করতেন। শখের বসে মাঝেমধ্যে বাড়ির পাশে পদ্মা নদীতে মাছ ধরতেন বারেক। তবে গত মঙ্গলবার মাছ ধরতে নদীতে গিয়ে নিখোঁজ হন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত