শ্রীমঙ্গলে বন্যা পুনর্বাসন জরুরি সহায়তা প্রকল্পের অধীনে এক দিনের কৃষাণ-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার শ্রীমঙ্গল কৃষি অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে এই প্রশিক্ষণ অনু্ষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন। প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো. সামছুদ্দিন আহমদ।
প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কৃষি প্রকৌশলী সোনিয়া শাহানিয়া জাহান, শ্রীমঙ্গল কৃষি অধিদপ্তরের কৃষি সম্প্রসারন কর্মকর্তা উজ্জ্বল সূত্রধর ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. মাসুকুর রহমান।
প্রশিক্ষণে উপজেলার ৬০ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহন করেন। এরমধ্যে ৪০ জন কৃষক ও ২০ জন কৃষাণী অংশ নেন।