শনিবার ১৮ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
বৈষম্যবিরোধী-ছাত্রদল কর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ৩:৫৪ PM
ময়মনসিংহের আনন্দমোহন কলেজ ছাত্রাবাসের সিট নবায়নের ধার্যকৃত ফি-কে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদল কর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এর জেরে কলেজ ৩ দিনের বন্ধ ঘোষণা করে হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। 

সোমবার (১৩ জানুয়ারি) সকাল থেকেই সাধারণ শিক্ষার্থীরা ছাত্রাবাস ছেড়ে নিজেদের বাড়িঘরে ফিরছেন। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থী কামরুল জানান, ছাত্রাবাসে অবস্থান করা শিক্ষার্থীদের হলের সিটের ফি কমানোর দাবি ছিল সম্পূর্ণ ন্যায্য। কিন্তু এই দাবিকে উপেক্ষা করে কলেজ কর্তৃপক্ষ সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে না বসে বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে মিটিং করায় সাধারণ শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়। বিষয়টি নিয়ে বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করে। এরপর থেকে সাধারণ শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে।

তিনি আরও বলেন, ‘আবারও হামলার ঘটনা ঘটতে পারে—এসব কারণে এবং কলেজ কর্তৃপক্ষের নির্দেশ মেনেই আমরা ছাত্রাবাসের সাধারণ শিক্ষার্থীরা বাড়িঘরে ফিরে যাচ্ছি। কলেজের পরিবেশ ঠিকঠাক হলে আবারও ফিরে আসবো।’
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আমান উল্লাহ আমান জানান, কলেজ কর্তৃপক্ষের নির্দেশ মেনেই ছাত্রাবাসের শিক্ষার্থীরা হল ছেড়ে বাড়ি ফিরে যাচ্ছে। রবিবার দুই পক্ষের সংঘর্ষের ঘটনাটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ছিল। এরপরও যারা এর সঙ্গে জড়িত প্রশাসন তাদের খুঁজে বের করবে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি আরও বলেন, ‘ছাত্রাবাসের সিটের ফি কমানোর বিষয়টি আমাদের নজরে আছে এবং সবার সঙ্গে কথা বলে এর সমাধান করা হবে।’

প্রসঙ্গত, রবিবার সন্ধ্যার পর আনন্দমোহন কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে সাধারণ কলেজশিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ২০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে সেনাবাহিনী ও পুলিশ অবস্থান নেয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত