শনিবার ১৮ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
দুদকের মামলায় আলোচিত সেই জান্নাত আরা হেনরী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ৪:০৯ PM
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

আজ সোমবার (১৩ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

এর আগে রোববার (১২ জানুয়ারি) দুদকের আবেদনের প্রেক্ষিতে হেনরীর নামে থাকা জমি ও ফ্ল্যাটসহ ৪৫টি স্থাবর সম্পত্তি ছাড়াও ১৬টি গাড়ি, ১৯টি ব্যাংক হিসাবে থাকা প্রায় ৫৭ কোটি টাকাসহ যৌথ মালিকানাধীন ৪টি কোম্পানির এক কোটি ৩৪ লাখ টাকা ক্রোকের (অবরুদ্ধ) আদেশ দেন আদালত।
আদালতে এসব সম্পত্তি ক্রোকের আবেদন করেন দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ। পরে এ বিষয়ে আদালতে দুদকের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর রেজাউল করিম রেজা। একপর্যায়ে শুনানি শেষে বিচারক দুদকের আবেদন মঞ্জুর করেন।

গত ১ অক্টোবর মৌলভীবাজার থেকে স্বামী শামীম তালুকদারসহ সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

তাদের ৪৯টি ব্যাংক হিসাবে প্রায় ৩ হাজার ৮৯৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। সেই সঙ্গে প্রায় ৭৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনেরও প্রমাণ পেয়েছে দুদক।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত